বর্তমানে পুলিশ কনস্টেবল পদে নিয়োগ চলছে। আবেদন ফ্রী ৩০+টাকা ও পরীক্ষা ফ্রী ১০০ টাকা। পরীক্ষার ফ্রী ট্রেজারি চালান কিভাবে দিবেন তা নিয়ে আজকের পোস্ট। বুঝার সুবিধার্থে নমুনা ছবি দেওয়া হলো।
ট্রেজারি চালান ফরম পূরন করার নিয়ম
.............................................................
ট্রেজারী চালানের মাধ্যমে চাকরির আবেদনের টাকা জমা দিতে গিয়ে অনেকেই চালান ফরম পূরনে সমস্যার সম্মুখীন হয়। অনেক সময় ব্যাংকের অফিসারদেরকে জিজ্ঞেস করতে হয় যা তাদের কাছেও বিরক্তিকর। যারা চাকরির চালান ফরম পূরণ করতে গিয়ে সমস্যায় পড়েছেন তাদের জন্য আজকের নির্দেশনা। চলুন চাকরির চালান ফরম কিভাবে পূরণ করবেন জেনে নেই।
চালান ফর্মের উপরের দিকে প্রথমে চালান নং থাকে-যেটা ব্যাংক কর্তৃপক্ষ দেবে। আপনাকে শুধু টাকা জমাদানের তারিখ, ব্যাংকের শাখা ও জেলার নাম দিতে হবে।
এরপর কোড নং অর্থাৎ যে কোডে আপনাকে টাকা জমা দিতে হবে সেটা চাকরির বিজ্ঞাপন দেখে বসাতে হবে। .
এবার মূল কাজে আসা যাক (জমা প্রদানকারী কর্তৃক পূরণ করিত হইবে) এই অংশে অনেক গুলো তথ্য দিতে হবে।
* যার মারফত প্রদত্ত হইল তাঁহার নাম ও ঠিকানা- এই স্থানে শুধুমাত্র জমাদানকারীর নাম কিংবা নিজ লিখলেও চলবে।
* যে ব্যক্তির/প্রতিষ্ঠানের পক্ষ হইতে টাকা প্রদত্ত হইল তাঁহার নাম, পদবী ও ঠিকান- এই স্থানে যারপক্ষ থেকে টাকা দেওয়া হচ্ছে অর্থাৎ যে আবেদনকারী তার নাম, পিতার নাম, গ্রাম, পোস্ট, থানা ও জেলার নাম উল্লেখ করতে হবে।
* কি বাবদ জমা দেওয়া হইল তাহার বিবরণ-এখানে কোন পদের জন্য টাকা জমা দিচ্ছেন তার নাম দিতে হবে। যেমন-কম্পিউটার অপারেটর পদে নিয়োগ পরীক্ষার ফি বাবদ।
* মুদ্রা ও নোটের বিবরণ/ড্রাফট, পে-অর্ডার ও চেকের বিবরণ-এই স্থানে নগদ কথাটা লিখলেই হবে।
*টাকা- এই স্থানে কতটাকা ট্রেজারী চালান করছেন তার পরিমান অংকে লিখতে হবে।
*বিভাগের নাম এবং চালান পৃষ্ঠাংকনকারী কর্মকর্তঅর নাম, পদবী ও দপ্তর- এখনে কোন দপ্তরে টাকা দিচ্ছেন সেটা উল্লেখ করতে হবে। যেমন- মহাপরিচালক, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো।
সবশেষে কতটাকা জমা দিলেন তা কথায় লিখতে হবে। এবং তারিখের স্থানে তারিখ দিয়ে ব্যাংকে জামা দিতে হবে। একটি আবেদনের জন্য তিনটি ফরম জমা দিতে হবে।
ব্যাংক কর্তৃপক্ষ ২টি রেখে ১টি কপি আপনাকে ফেরত দেবে। আশাকরি এরপর থেকে আপনাদের আর কোন সমস্যা হবে না।
আশা করি সবাই বুঝতে পেরেছেন।
No comments: